Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত তরুণ

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 2:22 pm

আলোরধারা ডেস্ক:

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে চিকিৎসাধীন তামিম (১৮) নামের তরুণ মারা গিয়েছে। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় বড় ভাই ছোট ভাই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত তরুণকে ছুরিকাঘাত করা হয়। 

নিহত তামিম ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার আলমগীরের পুত্র।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, প্রথমে তাকে নারায়নগঞ্জের খানপুর ৩০০শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ কিশোর গ্যাংয়ের দুই সদস্য   রায়হান (১৬)  ও ফালান (১৭) কে আটক করে। তারা যথাক্রমে ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর এলাকার জালাল আহম্মেদ ও একই এলাকার মনির হোসেনের পুত্র।

জানা যায়, ‘বড় ভাই ছোট ভাই’ বলা নিয়ে নিহতের সাথে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটি হয়। এতে অভিযুক্তরা নিহতের পেটে ও  বুকে একাধিক বার ছুরিকাঘাত করে। প্রথমে স্থানীয়রা তাকে নারায়নগঞ্জের  খানপুর ৩০০শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রোববার (১০ নভেম্বর) রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের চাচা মো. শাহআলম বাদী হয়ে প্রথমে হত্যার চেস্টার ঘটনায় চার জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। সেই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে। ইতিমধ্যেই পুলিশ সাইফুল ও রায়হানকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বাকী আসামিদেরকেও গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ - শহরের বাইরে