আলোরধারা ডেস্ক:
প্রত্যাবর্তন ম্যাচটা পরশু রাঙাতে পারেননি জস বাটলার। পায়ের চোট থেকে সেরে উঠে প্রায় ৫ মাস পর ব্যাটিংয়ে নেমেই ‘গোল্ডেন ডাক’!
তবে তা দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। বার্বাডোজে ফিল সল্টের ঝোড়ো সেঞ্চুরিতে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড।
কাল রাতে একই ভেন্যুতে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৭ উইকেটের জয়ে ৫ ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।
এই ম্যাচের নায়ক বাটলার। ৮ চার ও ৬ ছক্কায় ৪৫ বলে ৮৩ ম্যাচ করেছেন ইংলিশ অধিনায়ক। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি বাটলারের ২৫তম ফিফটি। এর আগের ফিফটিও ছিল বার্বাডোজে, গত টি–টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেটিও ছিল ৮৩ রানের ইনিংস।
সবচেয়ে বেশিবার ৫০ ছোঁয়া ১০ ব্যাটসম্যানের ৬ জনই এশিয়ান। আরও স্পষ্ট করে বললে ভারতীয় উপমহাদেশের। প্রথম চারজনও এই অঞ্চলের।
কোহলির পর পাকিস্তানের বাবর আজম (৩৬), ভারতের রোহিত শর্মা (৩২) ও সদ্য পাকিস্তানের সাদা বলের দুই সংস্করণের নেতৃত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ান (২৯)। শীর্ষ পাঁচের শেষের জন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২৮), যিনি জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন।