আলোরধারা ডেস্ক:
নারাণয়গঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রপ্তানিমুখি পোশাক কারখানার মালামাল চুরি ও কর্মচারিদের মারধরের ঘটনায় সাবেক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্টিচ বিডি নিটওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানার এইচআর এন্ড কমপ্লায়েন্স ম্যানেজার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ গ্রেপ্তারের পর দুপুরে আদালতে পাঠায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতের বিচারক শুনানী শেষে ৫শত টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার স্টিচ বিডি নিটওয়্যার নামক পোশাক কারখানা হতে গত ২৭ অক্টোবর রাতে রপ্তানি যোগ্য পোশাক বোঝাই একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম,-১১-৬৯৭১) জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় দেলোয়ার হোসেন খোকনসহ তার সহযোগীরা। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
এসময় সেই গাড়ীর চালক ও তার সহযোগীকে মারধর ও কভার্ডভ্যানটিকে ভাংচুরের বিষয়টিও মামলায় উল্লেখ করা হয়। কাভার্ড ভ্যান ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ হাজার টাকা। এছাড়া ওই পোশাক কারখানার ব্যাবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
মামলায় অন্য আসামীরা হলো, মোঃ নুরুজ্জামান (৩০), মোঃ দিদার (২৫), মোঃ ডাবুল (২৮), মোঃ বাবুল (৩০)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করা হয়।
এদিকে খোকনের বেশ কয়েকজন সমর্থক দাবী করেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে খোকনের অংশ গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ৮নং ওয়ার্ডের কিছু যুবদলের নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলা দায়েরে সহযোগীতা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
দীর্ঘ পনেরো বছর আওয়ামীলীগ আমাদের নেতাকর্মীদের বিভিন্ন রকম হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন করেছে। এখন নিজ দলের কিছু নেতা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নতুন করে ষড়যন্ত্র করছে।