ঢাকাMonday , 4 November 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. খেলা
  4. ধর্ম
  5. ফতুল্লা
  6. বন্দর
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মাল্টিমিডিয়া
  11. রূপগঞ্জ
  12. লাইফস্টাইল
  13. শহরের বাইরে
  14. শিক্ষাঙ্গন
  15. সদর

টেকনাফে অস্ত্রধারী যুবক আটক

Md Jahidul Islam
November 4, 2024 10:33 am
Link Copied!

আলোরধারা ডেস্ক:

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পর মো. আলম (২৯) নামে এক অস্ত্রধারী যুবককে আটক করেছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

রোববার (৩ নভেম্বর) বিকেলের দিকে টেকনাফের ঝিমংখালী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সোমবার (৪ নভেম্বর) এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া মিয়ানমারের নাগরিক হলেন কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার ১২ নম্বর বালুখালী রোহিঙ্গা শিবিরের জি/৭ ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. আলম।

বিজিবির দাবি আলম বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান ও বাড়িঘরে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত।

বিজিবির তথ্য মতে, বিজিবির নিয়মিত টহলদল একজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ঝিমংখালীর শামছুলের ঘের এলাকার দিকে আসতে দেখে। ওই ব্যক্তির চলাচলের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল তাকে আটক করে। পরে ওই ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

আলমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ডাকাতদলের সদস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।