শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফিরছেন সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফিরছেন সাকিব

বিপিএল খেলার পর জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাই দলে নেই তিনি। এদিকে জাতীয় দলের জার্সিতে মাঠে না নামলেও ইতোমধ্যে ডিপিএলে খেলেছেন সাকিব।

সম্প্রতি নিজের ফিটনেস নিয়েও কাজ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, এর কারণ লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দলে ফিরছেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এরপর দুই টেস্টের সিরিজ চলমান আছে। আজ চলছে সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা।

তবে লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হারতে চলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের অভাবও টের পাওয়া যাচ্ছে এই ম্যাচ দিয়েই।

এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ৩০ মার্চ মাঠে নামবে দুই দল। এই ম্যাচে সাকিবের খেলা নিয়ে গতকাল গণমাধ্যমে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘সাকিব খেললে খুব ভালো কথা। সাকিবের মতো খেলোয়াড় থাকলে দলের শক্তি অনেকখানি বেড়ে যায়। আমরা যত দূর জেনেছি, ও খেলবে। খেললে খুব ভালো হবে দলের জন্য।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *