বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আমাদের পরিবার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. ভিডিও
  14. মুন্সীগঞ্জ
  15. রাজনীতি

হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

প্রতিবেদক
admin
এপ্রিল ১৮, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আব্দোলরহিম মৌসাভি। তিনি বলেন, এই জবাব এমন হবে যে তাদের অনুতাপ করতে হবে।

বুধবার রাজধানী তেহরানে ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন দেশটির সেনাপ্রধান।

জেনারেল আব্দোলরহিম মৌসাভি বলেন, আমরা সম্ভাব্য শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। আজ আমরা সারা দেশে যেটা প্রদর্শন করেছি, তা আমাদের সক্ষমতার ক্ষুদ্র একটা অংশ মাত্র।

ইরানের সেনাপ্রধান বলেন, শত্রুরা যদি আগ্রাসনমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আরও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তার জবাব দেব।

ইরানের সশস্ত্র বাহিনী সবচেয়ে কার্যকর উপায়ে অভিযান পরিচালনার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এর বদলা হিসেবে গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ৩শর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

অবশ্য ইসরায়েলি বাহিনীর দাবি, এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই আকাশে ধ্বংস করা হয়েছে।

তবে ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত