Monday , 24 July 2023 | [bangla_date]
  1. অগ্নিকান্ড
  2. অপহরণ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইনজীবী
  6. আন্তঃজেলা পাঁচ ডাকাত গ্রেফতার
  7. আন্তর্জাতিক
  8. আর্কাইভ
  9. উপজেলা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. গলাচিপা
  14. গ্যাস সংযোগ
  15. চট্টগ্রাম

৫২টি দেশে বাংলাদেশের মাছ রপ্তানি হয়

প্রতিবেদক
admin
July 24, 2023 7:29 pm

অনলাইন ডেস্ক:

পৃথিবীর ৫২টি দেশে বাংলাদেশের মাছ রপ্তানি হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৪৭ দশমিক ৫৯ মেট্রিক লাখ টন মাছ উৎপাদিত হয়। মৎস্য খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রায় দুই কোটি মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আজ সোমবার সকালে রাজধানীর মৎস্যভবনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে এবার ২৪-৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৪৭ দশমিক ৫৯ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। ২০৪১ সালে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ মেট্রিক টন। ২০২২-২৩ অর্থবছরে মাছ রপ্তানি করে ৪ হাজার ৭৯০ কোটি টাকার বেশি আয় হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই অর্থবছরে প্রায় ৭০ হাজার মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয়েছে। এর মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি। মাছের মাধ্যমে মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণ করার পাশাপাশি উৎপাদিত মাছ নিরাপদ করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ রয়েছে বলে উল্লেখ করেন শ ম রেজাউল করিম। তিনি বলেন, ইতিমধ্যে মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ আইন করা হয়েছে। সমুদ্রসীমাসহ অন্য জায়গায় যাঁরা মাছ ধরার সঙ্গে সম্পৃক্ত, তাঁদের প্রতিটি নৌযানে যান্ত্রিক পদ্ধতি সংযোজন করা হচ্ছে, যাতে তাঁদের পর্যবেক্ষণের আওতায় রাখা যায়। পাশাপাশি মাছ ধরার কোনো নৌযান দুর্ঘটনায় পড়লে, সেটির অবস্থান জানার জন্যও এ পদ্ধতি কাজে লাগবে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের বহুমুখী ব্যবহারে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, মাছ থেকে চিপস, কেকসহ অন্যান্য মৎস্যজাত পণ্য তৈরি করলে ভোক্তা বাড়বে। মাছের বহুমুখী ব্যবহার নিয়ে কাজ করলে সহজ শর্তে, স্বল্প সুদে কৃষিঋণ, প্রশিক্ষণ দেওয়াসহ সরকার নানা রকম সহায়তা দিচ্ছে। ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। বিশ্বে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশ এখন তৃতীয়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম এবং তেলাপিয়া উৎপাদনে চতুর্থ অবস্থানে রয়েছে বলেও জানান মৎস্যমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদ, অতিরিক্ত সচিব মো. আবদুল কাইয়ূম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ প্রমুখ।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ল কোটি টাকার কাপড়

সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যু

না'গঞ্জে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদী কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান

না’গঞ্জে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদী কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান

অপহৃত তরুণীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার

অপহৃত তরুণীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের ভিড়, সড়কে তীব্র যানজট।

নারায়ণগঞ্জে বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের ভিড়, সড়কে তীব্র যানজট।

বিএনএম নিয়ে ইসিতে আইনজীবীর আপত্তি

হত্যা মামলার ২২ বছর পর নারায়ণগঞ্জের আদালতে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

হত্যা মামলার ২২ বছর পর নারায়ণগঞ্জের আদালতে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

বাসচাপায় নিহত নাদিয়ার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৭ আগস্ট

আশুরার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে : বাংলাদেশ ন্যাপ

অবৈধ যানবাহন থেকে কাঁচপুর হাইওয়ে থানার ওসির মাসিক আয় প্রায় ১০লক্ষ টাকা