আলোরধারা ডেস্ক:
বঙ্গবন্ধু ১৩তম জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতা ২০২২ এ সাফল্য অর্জন করায় রাকিবুল ইসলাম ইফতি কে গোদনাইল এলাকাবাসীর পক্ষ থেকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে।
১১ নভেম্বর ২০২২ সকাল দশটায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান অফিসের পাশে অবস্থিত পতেঙ্গা চা এন্ড ফাস্টফুডে গণসংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদনাইল শান্তিবাগ এলাকার সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুস সাত্তার শিশু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কিকবক্সিং এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কিক বক্সিং এসোসিয়েশনের
সাধারন সম্পাদক আরিফ হোসেন, নারায়নগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ও আল মা’মূর জামে মসজিদের সভাপতি মো.খায়রুজ্জামান, মোতায়াল্লী হাজ্বী মোহাম্মদ ফরহাদ, সহ-সভাপতি মোহাম্মদ আহাদ, আঞ্জু মাতবর আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ নাহিদ কায়সার, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ঢাকা আঞ্চলিক (ভারপ্রাপ্ত) সমন্বয়কারী মো. জারিফ হোসেন অনন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদনাইল আলোকিত যুব শক্তির সভাপতি মুহাম্মদ রাসেল তালুকদার এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মো. রাকিবুল হাসান।
অনুষ্ঠানে আলোচকগণ কিকবক্সিং খেলার গুরুত্ব তুলে ধরে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। রাকিবুল ইসলাম ইফতি’র এই অর্জনকে গোদনাইলবাসীর গৌরব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন। তার মতো আরও অসংখ্য খেলোয়াড় তৈরি করে যুব সমাজকে মাদক মুক্ত, কিশোরগ্যাং মুক্ত কলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তারা জানান, খুব শীঘ্রই গোদনাইলে কিকবক্সিং খেলার ব্যাপক প্রচলনের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। গোদনাইল শান্তিবাগ এলাকা কমিটি সব রকমের সহযোগিতা নিয়ে সব সময় প্রস্তুত থাকবে। এই অনুষ্ঠানের আয়োজক গোদনাইল আলোকিত যুব শক্তি ও নারায়ণগঞ্জ কিকবক্সিং এসোসিয়েশনের সকল কর্মকর্তা এবং সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে উপস্থিত ছিলেন গোদনাইল আলোকিত যুবশক্তির সহ-সভাপতি নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক রাতুল হাসান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য মহিউদ্দিন মেরাজ, সংগঠনের সদস্য রায়হান ইসলাম, মো. সাজিদ, এমদাদুল হল বাবু, মো. সজল, অসচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আজমান হোসাইন সহ গোদনাইল এলাকাবাসী।
এদিকে বিভিন্ন ব্যস্ততার কারণে উপস্থিত না হতে পেরেও শুভেচ্ছা জানিয়েছেন, ফুলজান আদর্শ স্কুলের প্রধান শিক্ষক জিএম সোলায়মান, সূর সৈনিক শিল্পীগোষ্ঠী’র পরিচালক ওমর ফারুক গাজী, এলিট কোচিং সেন্টারের পরিচালক
মশিউর রহমান মহিন।
নারায়ণগঞ্জ জেলার বাইরে থাকার কারণে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন:-
বিজয় আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ও বিডিক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক এসএম বিজয়, ন্যায়ের আলো সামাজিক সংগঠনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম আল জাহিদ।
আরো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন: দৈনিক বজ্রধ্বনি পত্রিকার সম্পাদক ডা. শাহাদাত হোসেন তৌহিদ, দৈনিক স্বাধীন বাংলাদেশ’র বার্তা সম্পাদক আহসানুল হাবিব সোহাগ, দৈনিক ন্যায়ের আলো’র নির্বাহী সম্পাদক রেদোয়ান আহমেদ সজীব, এমএ কম্পিউটার স্কুল ও কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব হাসান, সিরাক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ভিপিএল নবী নেওয়াজ সাকিব, দৈনিক বজ্রধ্বনি পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইসমাইল হোসেন রাফি সহ রাকিবুল ইসলাম ইফতির পরিবার এবং বন্ধু-স্বজন শুভানুধ্যায়ীবৃন্দ।
বঙ্গবন্ধু জাতীয় ১৩তম কিকবক্সিং প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সাফল্য
বঙ্গবন্ধু জাতীয় ১৩তম কিকবক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নারায়ণগঞ্জ জেলা কিকবক্সিং দলের বিরাট সাফল্য। ১ টি স্বর্ণ পদক, ১ টি রৌপ্য পদক ও ৭ টি ব্রোঞ্জ পদক অর্জন।
২৯ অক্টোবর ২০২২ ঢাকাস্থ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) প্রফেসর সাবিনা ফেরদৌস, নারায়ণগঞ্জ কিকবক্সিং এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মানোয়ারা বেগম।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড.আলাউদ্দিন আহমেদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ।
এছাড়াও এই আয়োজনে সারাদেশ থেকে আগত বিভিন্ন শ্রেণীপেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ক্রীড়া অনুরাগী, শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
২৮,২৯ অক্টোবর ঢাকাস্থ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে এবারের জাতীয় আসরে নারায়ণগঞ্জ কিকবক্সিং এসোসিয়েশন এর দল অংশগ্রহণ করেছিলো।
এবারের আসরের সাফল্য তুলে ধরে নারায়ণগঞ্জ কিকবক্সিং টিমের ক্যাপ্টেন
রাকিবুল ইসলাম ইফতি গণমাধ্যম কে তাদের সাফল্যের কথা জানান। তিনি বলেন গতবারের তুলনায় এবারের জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জের অর্জন আশাতীত হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী আসরেও আমরা আরো চমক দেখাতে পারবো। আমাদের ভালো ফলাফলের পেছনে ছিলো প্রশিক্ষণ, সুন্দর টিম ম্যানেজমেন্ট, সু-শৃঙ্খল সাংগঠনিক কাঠামো তথা ক্রীড়াবান্ধব পরিবেশ। একই সাথে এই সাফল্য নারায়ণগঞ্জ জেলার সকল জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করছি। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ কিকবক্সিং এসোসিয়েশন ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে আরো ভালো ফলাফল করতে আমরা ক্রীড়াঅনুরাগী সবাইকে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলার অংশগ্রহণকারীদের অর্জনঃ
মোহাম্মদ আরিফ হোসেন (স্বর্ণ) , তানজীম আহমেদ আলভী (ব্রোঞ্জ), রাকিবুল ইসলাম ইফতি (ব্রোঞ্জ), মো. ইফাত খান (ব্রোঞ্জ), মো. ইলিয়াস খান (রৌপ্য), সুরেন চাকমা (২ টি ব্রোঞ্জ), মো. মারুফ হাসান (ব্রোঞ্জ), মো.অলিউল্লাহ (ব্রোঞ্জ)।
জানা যায় নারায়ণগঞ্জ জেলা থেকে ৯ সদস্য বিশিষ্ট একটি কিকবক্সিং দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এদিকে নারায়ণগঞ্জ কিকবক্সিং এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মানোয়ারা বেগম জানান, সুস্থ সবল জাতি গঠনে কিকবক্সিং এর গুরুত্ব অপরিহার্য। তাই সারা নারায়ণগঞ্জ ব্যাপি কিকবক্সিং খেলার প্রশিক্ষণ ছড়িয়ে দিয়ে আত্নরক্ষা ও সু-শৃঙ্খল জীবন গঠনে কাজ করে যাচ্ছি। জাতীয় কিকবক্সং প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ দলের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, আমার সোনার ছেলে মেয়েরা নারায়ণগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করেছো। তাই শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাথে সমন্বয় করে জমকালো সংবর্ধনার মাধ্যমে প্রত্যক খেলোয়াড়কে সম্মান প্রদানের ঘোষণা দেন।
উল্লেখ্য, কোভিড-১৯ এর আগে সর্বশেষ ২০১৮-১৯ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ দল দারুন সাফল্য অর্জন করেছিলো। স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদকের দেখা পেয়েছিলো তারা।