অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত বিশেষায়িত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল। সোমবার (৩১ জুলাই) হাসপাতালটির সামনের সড়কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড বক্স বাজিয়ে চলে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা নিতে আসা রোগীরা। খানপুর এলাকার স্থানীয় বাসিন্দা ও হাসপাতালের স্টাফরা বলেন, সম্মেলন উপলক্ষে সকাল ১১টা থেকে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড বক্স বাজানো শুরু হয়। উচ্চ শব্দে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীরা চরম ভোগান্তির সম্মুখীন হন। দুপুর তিনটার দিকে খানপুরে হাসপাতাল রোডে সম্মেলন স্থল থেকে চাষাঢ়া পর্যন্ত প্রায় অর্ধমাইল সড়কজুড়ে লাগানো হয়েছে মাইক। সম্মেলনস্থলে মিছিল নিয়ে জেলার বিভিন্ন থানা ও উপজেলা থেকে যোগ দিচ্ছিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। উচ্চ শব্দে বাজছে মাইক, সাউন্ড বক্স ও ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র। কিছুক্ষণ পরপর মাইকে ভেসে আসছে স্লোগান। এদিকে হাসপাতালটির ভেতরে ওই সময় দেড় শতাধিক রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছেন, যারা পুরো সময়টা জুড়ে ভোগান্তি সহ্য করেছেন। হাসপাতালের এক নার্স বলেন, ‘হাসপাতালে বিভিন্ন ধরনের রোগী থাকে। কারও হার্টে সমস্যা থাকে, কেউ কেউ থাকেন খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে। হাসপাতালের সামনে এইসব প্রোগ্রাম করা উচিত না।’ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। হাসপাতালের সামনে সম্মেলন আয়োজন প্রসঙ্গে কথা বলতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক জুয়েল হোসেনের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।