আলোরধারা ডেস্ক:
দিনাজপুরের হাকিমপুরে জাল ভোটার আইডি কার্ড ও পিইসির সার্টিফিকেটসহ সরকারি বিভিন্ন কাগজপত্র তৈরির অভিযোগে ‘মা ফটোস্ট্যাট কম্পিউটার অ্যান্ড পেপার হাউজের’ মালিক গোলাম মোস্তফা কামালসহ দোকানের কর্মচারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড।
বুধবার হাকিমপুরের হিলি বাজারে মা ফটোস্ট্যাট কম্পিউটার পেপার হাউজে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ-আলম। গোলাম মোস্তফা কামাল হাকিমপুর উপজেলার হিলি পাইলট স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, হাকিমপুরের হিলি বাজারের মা পেপার হাউজটি দীর্ঘদিন যাবৎ জাল ভোটার আইডি কার্ড ও পিইসি সার্টিফিকেটসহ সরকারি বিভিন্ন কাগজপত্র তৈরি করে আসছে।