নিজস্ব প্রতিবেদনঃ-
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) বিকেলে গোদনাইল চৌধুরিবাড়ি ব্যাবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও ৮ নং ওয়ার্ডের আওয়ামিলীগ নেতা মোহাম্মদ মহসিন ভুইয়ার উদ্দোগে আলোচনা সভা,মিলাদ দোয়া ও গনভোজের আয়োজন করা হয়। আলোচ্য সভায় সভাপতির আসন গ্রহন করেন,নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামিম ওসমান,
বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন
এডভোকেট খোকন শাহ,সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ আওয়ামীলীগ।বাবু চন্দন শীল,সহ-সভাপতি, নারায়ণগঞ্জ আওয়ামীলীগ।মোহাম্মদ মজিবুর রহমান, সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগ। মোহাম্মদ ইয়াছিন মিয়া,সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগ।শাহ নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগ।জাকিরুল আলম হেলাল, সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগ।জনব আবুল হোসেন (আবু মেম্বার)জনাব গোলাম মোহাম্মদ খান (গুলু মেম্বার)আওয়ামিলীগ নেতা ৬ নং ওয়ার্ড ও আদমজি বনিক সমিতির সাবেক সভাপতি ।জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া,আওয়ামিলীগ নেতা ও ব্যবস্থাপনা পরিচালক বন্ধু পরিবহন নারায়ণগঞ্জ।
প্রধান অতিথির বক্তিতায় জননেতা একে এম শামিম ওসমান বলেন ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবকে হত্যা করা হয়নি হত্যা করা হয়েছে এই পুরো জাতিকে,তিনি বলেন এদেশ থেকে যখন মাদক,সন্ত্রাস, চাদাবাজি, খুন,গুম ইত্যাদি বিদায় নিবে তখনি এই দেশ শেখ মজিবুর রহমানের স্বপ্নের দেশে রুপান্তরিত হবে, এই দেশকে নিয়ে সকল ষড়যন্ত্রকে আমাদের প্রতিহত করতে হবে।তিনি আরো বলেন,বাংলাদেশের একটি দলের জাতীয় পর্যায়ের নেতারা বলে থাকে দেশ নাকি শ্রিলংকা হয়ে যাবে, য্যক্সতাদেরকে তিনি প্রশ্ন করে বলেন তাহোলে লাভ কার হবে,আমি রাজনীতি করি দেশের মানুষের জন্য, মানুষের অবস্থা খারাম হয়ে যাবে আমি খুশি হবো কেনো এটা কোন রাজনীতি! এরা তারাই যারা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে এরা তারাই যারা বাংলাদেশকে নিয়ে এখোনও গভীরভাবে ষড়যন্ত্র করছে আমরা চাই নারায়ণগঞ্জ থেকে আওয়ামিলীগের জন্ম হয়েছে তাদের এসব ষড়যন্ত্রের জবাব নারায়ণগঞ্জ থেকেই দেয়া শুরু হবে।
অবশেষে তিনি দোয়া,মোনাজাত ও তোবারক বিতরন করে অনুস্টানের সমাপ্তি ঘোষণা করেন।