সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন গ্রেফতার
নারায়ণগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পিরোজপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফেনী সদরের ধর্মপুর এলাকার আবু আহাংয়ের ছেলে জাকির হোসেন (৪১) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের কাইছুটি এলাকার মো: আব্দুল মোতালেবের ছেলে নাজমুল হুদা শুভ (২৭)। পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মেঘনা টোল প্লাজা এলাকায় গোপন ভিত্তিতে অভিযান চালিয়ে তআদেরকে আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এমন ধারাবাহিক অভিযান চলবে। মাদকের বিষয়ে কোনো আপোষ নেই।