অনলাইন ডেস্ক: বন্দরে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ আগস্ট দুপুরে বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় থাইল্যান্ডে চিকিৎসারত সেলিম ওসমানের ৩টি মেজর অপারেশন সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে দোয়া অংশ নেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ রশিদ, বন্দর থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রদান বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাইন উদ্দিন আহমেদ,আক্তার হোসেন বি এ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃশাহাদাত হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন, বন্দর উপজেলা পরিষদের মসজিদের ইমাম ও খতিম মাও মফিজুল ইসলাম।