গাইবন্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ জরুরী সভা উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মতকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী খোকন রানা, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, রেজাউল ইসলাম সরকার রেজা, মন্জু মিয়া, মোজাহারুল ইসলাম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক মোশাররব হোসেন বুলু প্রমূখ। সভায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে পূর্ব প্রস্তুতিমুলক আলোচনা করা হয়। পাশাপাশি তাৎক্ষনিকভাবে একটি কন্ট্রোলরুম চালু করা।
উপজেলার তারাপুর, বেলকা হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর, কাপাসিয়া, শান্তিরাম, দহবন্দ, কি বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে চরের লোকজন এবং গৃহপালিত পশুপাখিকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার তাগাদা দেয়া হয়।