অনলাইন ডেস্কঃ
রবিবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৩টায় সিদ্ধিরগঞ্জের আটি ভূমি পল্লি এলাকার ৮ নম্বর গলির নির্মাণাধীন দশ তলা ভবনের আট তলা থেকে পড়ে জুনায়েদ হাসান আলামিন (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। মৃত্যুর কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরো পড়ুন…গাজীপুরে জোরপূর্বক জমি দখল বাধা দেওয়ায় কেয়ারটেকারকে হত্যার চেষ্টা
নিহত জুনায়েদ হাসান বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার এস এম ইদ্রিসের ছেলে। তারা ভূমি পল্লির সাইফুল মঞ্জিলের ৫ তলার ভাড়াটিয়া।