আলোরধারা ডেস্ক:
সিদ্ধিরগঞ্জের চিহ্নিত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ২১টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিমার ইনচার্জ) মশিউর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাদির ওরফে নাদিরা (৩৬) ও মো. রোকন আলী (২৭)।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিমার ইনচার্জ) মশিউর রহমান বলেন, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন, নূর আলম ও রিপন খন্দকার সঙ্গীয় ফোর্সসহ ছিনতাইকারী নাদিরাকে গ্রেপ্তারের জন্য সানারপাড় নিমাইকাশারী এলাকায় অভিযান চালান। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগীসহ নাদিরাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি বলেন, দুজনই চিহ্নিত ছিনতাইকারী। নাদিরার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ কয়েকটি থানায় দস্যুতা, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
ওসি আরও বলেন, আমরা দুপুরে আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছি। ৭দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে উঠানো হয়েছে।