আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোথায় বিএনপির নেতারা? ২৮ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার নাকি থাকবে না! কোথায় গেলেন গয়েশ্বর? এখন রিজভীকে দেখি সংবাদ সম্মেলন করেন গুহা থেকে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার এখনও আছে। কিন্তু বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা পালিয়েছে। আরেকজন গুহায় লুকিয়েছে।
রাজধানীর আরামবাগে শনিবার আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। মহাসমাবেশ-পূর্ববর্তী সময়ে বিএনপি নেতাদের নানা হুমকি-ধমকির উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কোথায় বিএনপির নেতারা? ২৮ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার নাকি থাকবে না! কোথায় গেলেন গয়েশ্বর?
আরো পড়ুন…লিটনের নেতৃত্বে আওয়ামী লীগের মহাসমাবেশে যোগদান
২৮ তারিখে (অক্টোবর) হরতাল ঘোষণা করলো। প্রথমে অর্ধেক দিবস বলে পরে আবার বলে পুরো দিন। এখন রিজভীকে দেখি সংবাদ সম্মেলন করেন গুহা থেকে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হম্বিতম্বি হুংকার সবই ভুয়া। তারা আন্দোলন করতে জানে না; করতে পারে সন্ত্রাস এবং মানুষ হত্যা।