আলোরধারা ডেস্ক:
রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় এক তেল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে ঘটনাটি পারিবারিক দ্বন্দ্ব থেকে হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরীয়া স্ট্যান্ডের পাশেই এ ঘটনা ঘটে।
নিহত তেল ব্যবসায়ীর নাম রাশেদ (২৫)। সে ভোলা জেলার লালমহন উপজেলার ধলীগৌর নগর এলাকার আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরীয়া স্ট্যান্ডের পাশেই তেলের ব্যবসা রাশেদের। গভীর রাতে একদল লোক তার দোকানে এসে টাকা চাইলে তিনি দেবে না বলে জানান। এতে ক্ষুব্ধ হয়ে তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূলতা ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মোস্তাফিজুর রহমান জানান, যতটুকু এখন পর্যন্ত জানা গেছে এটি পারিবারিক দ্বন্দ্ব থেকে হয়েছে। দুই পক্ষের মধযে আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা ছিল। বাকিটা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।