অনলাইন ডেস্ক:
রূপগঞ্জে ফরহাদ হোসেন নামে এক অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা। নিহত ফরহাদ উপজেলার ভিংরাবো এলাকার মজিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার আনন্দ হাউজিংয়ের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় দূর্বৃত্তরা তাকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করে। পরে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধিন রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ফরহাদ তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে কাজে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার সকালে আনন্দ হাউজিংয়ের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন গিয়ে ফরহাদের মরদেহ শনাক্ত করেন।