মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পনি লিমিটেড এর আওতাধীন মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে দোয়া ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বাদ যোহর অত্র বিদ্যুৎ কেন্দ্রের নিকটস্থ আল মাদরাসাতুল আরাবিয়া আল ইসলামিয়া ও এতিমখানার মসজিদে এ আয়োজন করা হয়।
আরো পড়ুন…ডুবে গেল নারায়ণগঞ্জের হাতিরঝিল
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি মোস্তফা কাসেম। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের মাগফেরাতের জন্য বিশেষভাবে মোনাজাত করা হয়।
আরো পড়ুন…সোনারগাঁয়ে বিশেষ ক্ষমতা আইনে ওয়ারেন্ট ভুক্ত আসামি বিএনপি নেতা আল আমিন গ্রেফতার
উক্ত আয়োজনে মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ও প্ল্যান্ট ম্যানেজার মোঃ নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিক ইয়াসীর রুশদী, উপ-বিভাগীয় প্রকৌশলী ইন্দ্রজিৎ কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন, সহকারী প্রকৌশলী শেখ নাইম হোসেন, সহকারী প্রকৌশলী কে. এম. মহিউদ্দিন আবীর, সহকারী ব্যবস্থাপক মোঃ ইমরান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে এতিমখানার প্রায় ৪৯৪ জন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।