বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় শোক দিবস- ২০২২ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” পাঠ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে মোল্লাহাট পাবলিক লাইব্রেরীর আয়োজনে এর নিজস্ব পাঠ কক্ষে এ ব্যতিক্রমী অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরীর সভাপতি মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক আলী, প্রেসক্লাব
মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাম পদ বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাম পদ বিশ্বাস।
উল্লেখ্য, মোল্লাহাট উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” পাঠে অংশগ্রহণ করে।