মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা দুইটার দিকে ওই এলাকার একটি মেস থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আরেক কিশোরকে (১৭) আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চর মুক্তারপুরের একটি কারখানায় কিছুদিন আগে কাজ শুরু করে নিহত ওই কিশোর। একই কারখানায় কাজ করা আরেক কিশোরের সঙ্গে সে ওই এলাকার একটি মেসে ভাড়া থাকত। আজ সকালে ওই কিশোরের কক্ষের নিচ দিয়ে রক্ত গড়িয়ে বের হতে দেখেন স্থানীয় লোকজন। দরজাটি বন্ধ ছিল। পরে তাঁরা পুলিশে খবর দেন। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর থানার খাইরুল হাসান বলেন, ‘খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সেখানে যাই। ঘরের দরজা খুলতেই ওই মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। আমরা সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেই। সেখান থেকে একটি দল ঘটনাস্থল এলে বেলা দুইটার দিকে মৃতদেহ উদ্ধার করি।’ পুলিশের এই কর্মকর্তা বলেন, লাশের গলায় ও মাথায় ধারালো অস্ত্রের পোঁচ ও কোপ রয়েছে। এটি হত্যাকাণ্ড। হত্যার প্রাথমিক কিছু সূত্র পাওয়া গেছে। ইতিমধ্যে এক তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।