আলোরধারা ডেস্ক:
চুয়াডাঙ্গায় হেরোইন ব্যবসার দায়ে আব্দুল্লাহ্ আল মামুন নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। 
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী আসামির উপস্থিতিতে ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন দামুড়হুদার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে।