নিজস্ব প্রতিনিধি সাব্বির:
মসজিদে উন্নয়ন এর জন্য অনুদান দিলেন চারবারের নির্বাচিত সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান।
(১৫ নভেম্বর ) বাদ যোহোর মাসদাইর বাজার বাইতুল আমান জামে মসজিদে এ অনুদান হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হাজ্বী মো: কামাল হোসেন শেখ, তানিম মাহাদী, রবিন, সোলায়মান সানি, কিবরিয়া, নাদভী আহম্মেদ রুন, উজ্জ্বল গাজী, মাহিন, অভি, লালন, সজল, হৃদয় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সহ আরো অনেকে।