সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁও প্রেসক্লাবে মঙ্গলবার ভোর রাতে প্রেস ক্লাবে টিনের চাল কেটে ভিতরে ডুকে অফিস কক্ষের মেঝের ক্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অজ্ঞানামা চোর সোনারগাও প্রেস ক্লাবের আলমারী ভেঙ্গে নগদ পচাঁতুর হাজার টাকা ও প্রেস ক্লাবের একটি কম্পিউটার ও জরুরি কাগজপত্র নিয়ে যায়।
খবর পেয়ে সোনারগাঁও থানার ওসি মাহবুবু আলম, সকাল ১১ টায় সময় সোনারগাঁও প্রেস ক্লাব পরির্দশন করেন। পরে সোনারগাঁও থানা ওসি তদন্তকে দায়িত্ব দেওয়া হয় বলে যানা যায়। এ সময় সোনারগাঁও থানার এস আই রেজাউল করিম সোনারগাও প্রেস ক্লাবের আসে পাশে চাউলের দোকান ও রডের দোকানের সিসি ক্যামেরা ধারন করা ফুটেজ বাহির করে দেখা যায়। চোরের দল আনুমানিক রাত ৪ ঘটিকার সময় টিনের চাল কেটে ভিতরের প্রবেশ করে চুরি করে শেষে ৫ টা ৮ মিনিটে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে নিয়ে বাহির হয়ে যায়।
এব্যাপারে সোনারগাও থানার ওসি মাহবুব আলম বলেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং সোনারগাও পক্ষথেকে মামলার করার প্রস্তুতি চলছে।