অনলাইন ডেস্কঃ
সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের পিলার ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টায় মিজমিজি পাইনাদী নতুন মহল্লায় ওই ঘটনা ঘটেছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।
আরো পড়ুন… নারায়ণগঞ্জের ৩ বিদ্যালয়ের ছাত্রীরা পাবে বাইসাইকেল
নিহত শিশুর নাম মো: আব্দুল্লাহ (৮)। সে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী নতুন মহল্লায় এলাকার শরিফুলের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, নির্মাণাধীন ১০তলা ভবনের ৮ তলার পিলার ধসে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে গিয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষ আইননত ব্যবস্থা গ্রহন করা হবে।