আলোরধারা ডেস্ক:
নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, যেখানে গণতন্ত্র থাকেনা, দুর্বৃত্ত শক্তি হয় সর্বশক্তিমান সেখানে বিচার ব্যবস্থা স্বাধীন হতে পারে না, সেখানে সুশাসন থাকে না।
ত্বকী হত্যার দশ বছর হতে চলল অথচ এখনো পর্যন্ত তৈরী করে রাখা অভিযোগপত্রটি আদালতে পেশ করা হয় নাই। রাষ্ট্রক্ষমতায় জোর করে থাকতে গিয়ে সরকার বিচার ব্যবস্থার টুটি চেপে রেখেছে। জনগণকে বাদ দিয়ে মাফিয়াদের উপরে নির্ভর করেছে সরকার।
মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মেধাবী ছাত্র ত্বকী হত্যার ১১৬ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই মাফিয়াচক্র শুধু ত্বকীকে হত্যা করেনি তারা দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সবকিছুকে ধ্বংস করেছে। সরকার এদের পৃষ্টপোষকতা দিয়ে যাচ্ছে। ত্বকীর ঘাতকরা সরকারের ছত্রছায়ায় সিন্ডিকেট করে নারায়ণগঞ্জে পরিবহন থেকে শুরু করে সর্ব ক্ষেত্রে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যাবসা, বালু চুরি, তেল চুরি সহ সকল অপকর্ম করে বেড়াচ্ছে।
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি বলেন, শিশু হত্যাকারীরা ঘৃণ্যজীব— আবার ত্বকীর ঘাতকদের পুরস্কৃত করেন। সংবিধান বলছে, রাষ্ট্রের চোখে সকল নাগরিক সমান। কিন্তু আজকে ভিন্ন বাস্তবতা তৈরী হয়েছে। তিনি বলেন, আমরা এ বৈষম্যমূলক, গণবিরোধী বিচার—ব্যবস্থার পরিবর্তন চাই। সংবিধানে উল্লেখিত জনগণের অধিকারগুলোর বাস্তবায়ন চাই। সাগর—রুনী, তনু সহ, নারায়ণগঞ্জে সংঘটিত সকল হত্যার বিচার চাই।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়। সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, সিপিবির জেলা সভাপতি হাফিজুর ইসলাম, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজনসহ প্রমুখ।