আলোরধারা ডেস্ক:
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ২০ নভেম্বর ২০২২ তারিখে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিষনন্দি ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। ৯২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল আলীম (৩৩), পিতা-মোঃ আব্দুল সামাদ, গ্রাম-কয়া, ১নং বীরতারা ইউপি, ডাকঘর-ডিকেন্দুয়া, থানা-ধনবাড়ি, জেলা-টাঙ্গাইল। গ্রেফতারের সময় মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ এবং ০১টি মোবাইল ফোন সহ মাদক বিক্রয়ের নগদ ১০,৮৭০/-টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় পিকআপ ভ্যান যোগে মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।