নিজস্ব প্রতিবেদকঃ
পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক তারুণ্যের সমাবেশ ডেকেছে সোহরাওয়ার্দী উদ্যানে । ২২ শে জুলাই রোজ শনিবার সারা বাংলাদেশ থেকে লোক জরো হয়েছে । তারুণ্যের সমাবেশের উদ্দেশ্য ছিল বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছে বিএনপির অংগসংগঠন ছাত্র দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লাখ লাখ নেতাকর্মীরা । সকাল থেকেই নারায়নগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী জনাব রুহুল আমিন তার নেতাকর্মীদের নিয়ে এক দফা দাবীতে সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগানে স্লোগানে তারুণ্যের সমাবেশে যোগদান করেন । এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সহ বিএনপি ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । নারায়নগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী রুহুল আমিন বলেন এই তারুণ্যের সমাবেশ থেকেই এই সরকারের পতন শুরু হবে, কারন ভোটারবিহীন সরকার গত দুই ট্রাম নির্বাচনে ৪ কোটি ৭০ লক্ষ তরুন ভোটার তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে । তাই আমরা এই তারুণ্যের সমাবেশ থেকেই বলতে চাই তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গড়ার অংগীকার করছি।