সিদ্বিরগঞ্জ প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বার্মাস্ট্যান্ড ক্লাব কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট’২২ এর মাসব্যাপী খেলা শেষে গতকাল শুক্রবার সন্ধায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের জমকালো আয়োজন করা হয়।অত্র ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাসিক ৪,৫,৬সং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম।
সভাপতির আসন গ্রহন করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কবির হোসেন লিটন। অত্র খেলা ও পুরস্কার বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, এলাকার বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নাল আবেদিন সাহেব,জনাব সফর আলী ভুইয়া সাহেবের সহধর্মিণী মোসাম্মৎ জাকেয়া বেগম , বিশিষ্ট রাজনীতিবিদ অকিল উদ্দিন ভুইয়া,এলাকার সমাজ সেবক বাচ্চু মুন্সি,আবুল হোসেন, নুরুল হক প্রধান সহ অনেক মুরুব্বীগন।বার্মাস্ট্যান্ড ক্লাব এর প্রধান সমন্বয়ক ও ৪,৫,৬ নং ওয়ার্ডের সচিব মিজানুর রহমান বিপ্লব, মো: বশিরসহ আরো অনেকে।পুরস্কার বিতরন অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধূলা মানুষের মনকে সুন্দর করে। সে সাথে অন্যায়, মাদক, ইভটিজিংসহ অন্যান্য অপরাধ মূলক কর্মকান্ড থেকে যুব সমাজকে বিরত রাখে। খেলাধুলার মাধ্যমেই মাদককে গুডবাই জানাতে হবে। এলাকায় এখন আর আগের মত খেলাধূলা হয় না। বক্তারা যুব সমাজের উদ্দেশ্যে বলেন তোমরা বেশী বেশী করে খেলাধূলা আয়োজন কর। আমরা তোমাদের পাশে আছি। জনাব অকিল উদ্দিন ভুইয়া এলাকার যুবকদের আশ্বস্ত করে বলেন,সফুরা খাতুন স্কুলের মাঠটিকে অন্তর্জাতিক মানের করার লক্ষে যা যা করার দরকার আমরা সেগুলোর ব্যাবস্থা গ্রহন করবো। খেলায় পুর্তগাল ও জার্মান অংশগ্রহন করেন। খেলায় ১-০ গোলে পুর্তগালকে পরাজিত করে জার্মান বিজয় লাভ করেন।