অনলাইন ডেস্ক:
বরিশাল নগরের উপকণ্ঠে কাশিপুর বাজার এলাকায় সবজি বিক্রেতাদের দোকান বসানো নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে কামাল হোসেন (৩৮) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন। আহত চারজন হলেন আলমগীর হোসেন, তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন ও জয়নাল আবেদীন, আবদুল মালেক। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। নগরের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, আজ সকালে এ ঘটনার পর অভিযুক্ত সোহেল রানাকে (৫০) আটক করা হয়েছে। তিনি নগরের কাশিপুরের ইছাকাঠি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী মো. শহীদ বলেন, সোহেল রানার কাশিপুর বাজারের ভেতরে স্থায়ী দোকান আছে। সম্প্রতি তিনি দোকান ছেড়ে সড়কের পাশে বসে সবজি বিক্রি করছিলেন। এতে দোকানভাড়া লাগে না। ফলে তিনি অন্যদের চেয়ে কিছুটা কম দামে সবজি বিক্রি করতেন। এ নিয়ে বাজারের অন্য ব্যবসায়ীরা তাঁর ওপর ক্ষুব্ধ হন। এর জের ধরে আজ সকাল নয়টার দিকে সোহেলের সঙ্গে বাজারের ব্যবসায়ী কামাল হোসেন ও অন্যদের বাগ্বিতণ্ডা হয়। ব্যবসায়ীরা সোহেলকে মারধর শুরু করেন। একপর্যায়ে সোহেল রানা বস্তা কাটার ছুরি নিয়ে হামলাকারীদের ওপর চড়াও হন। এতে কামালসহ পাঁচজন জখম হন। তাঁদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কামালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আটক সোহেলও পুলিশ প্রহরায় ওই হাসপাতালে চিকিৎসাধীন।থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, সোহেল রানা বাজারের স্থায়ী দোকান ছেড়ে রাস্তার পাশে দোকান দেওয়ায় বাজারের অন্য ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরে ব্যবস্থা নেওয়া হবে।