আলোরধারা ডেস্ক:
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্টে তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব (৩১), শান্তিনগর এলাকার আশরাফ আলী ছেলে মামুন (৩০), ধামগড় ইউনিয়নের নয়ামাটি এলাকার মো. আলী মিয়ার ছেলে সাগর (২২), বন্দর রুপালী আবাসিক এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে সফিক (৩৫) ও বন্দর উইলসন রোড এলাকার স্বপন খানের ছেলে হৃদয় খান (২১)।