আলোরধারা ডেস্ক:
বন্দরে মাদকাসক্ত ছেলে সজিবের ছুড়িকাঘাতে মা আয়েশা বেগম (৪৫) নিহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন জহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেছে।
নিহত আয়েশা বেগম মুছাপুর ইউনিয়ন জহরপুর এলাকার রফিক মিয়ার স্ত্রী।
স্থানিয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্দর উপজেলা মুছাপুর ইউনিয়ন জহরপুর এলাকার রফিক মিয়ার স্ত্রী আয়েশা বেগমের সাথে প্রায় সময়ই তার মাদকাসক্ত ছেলে সজিবের টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হত। সজিব কোন কাজ না করায় সে মাদকে আসক্ত হয়ে পড়ে।
গত কাল (৭ নভেম্বর) গভীর রাতে বসত বাড়ির বসতঘরে মা আয়শা বেগম রাএের খাবার শেষে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে। পরে ঘুমের মধ্যে তার নেশাগ্রস্ত ছেলে সজিব মা আয়েশা বেগমের মুখে বালিশ চাপা দিয়ে এলোপাতাড়ি ভাবে ছুড়ি দিয়ে মুখে গলায় আঘাত করে হত্যা করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আয়েশা বেগমের।
বন্দর থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মো. আবু বক্কর ছিদ্দিক বলেন, লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত সজিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।