অনলাইন ডেস্ক:
বঙ্গমাতা পরিষদের ‘বঙ্গমাতা সম্মাননা পদক’ পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রোববার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে ‘বঙ্গমাতা সম্মাননা পদক’ তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে মেয়রের পক্ষে তার ছোটভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল সম্মাননা পদক গ্রহণ করেন।
আরো পড়ুন…অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৫সদস্যকে গ্রেপ্তার
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. পারভীন হক শিকদার। সূচনা বক্তব্য দেন বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য দেন ব্যারিস্টার নাঈম হাসান। আলোচক হিসেবে বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য মো. আতাউর রহমান প্রধান বক্তব্য দেন।
আরো পড়ুন…ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬
এ বছর মেয়র আইভীর সাথে ‘বঙ্গমাতা সম্মাননা পদক’ পেয়েছেন জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।