আলোরধারা ডেস্ক:
ফতুল্লা ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ড হাজিগন্জ মলিবাঁশ এলাকার মোড়ে গত ১১/১১/২২ ইং তারিখ রোজ শুক্রবার ফ্রি-তে গরিব দুঃখীদের চক্ষু চিকিৎসা করা হয়।
বিকাল ৩ টা থেকে ৬টা পর্যন্ত চলে এই ফ্রি ক্যাম্পিং। নারায়নগন্জের প্রসিদ্ধ হাসপাতাল মেডিভিশন আই কেয়ার চক্ষু হাসপাতাল এর পক্ষ থেকে ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়া হয়। সতষ্ফুর্তভাবে তখন সবাই চক্ষু চিকিৎসা নিতে আসেন। শুধু চক্ষু চিকিৎসা নয় শুক্রবার করে মাসে অন্তত একবার করে রেজিস্ট্রারপ্রাপ্ত এমবিবিএস ডাক্তার ধারা অন্যান্য চিকিৎসাও দেওয়া হয়। এছাড়া এই মানবিক সংগঠন থেকে বিভিন্ন সময়ে গরিব দুঃখীদের সেবা ও খাদ্য বিতরণ করা হয়েছে। অনেকেরেই ন্যায্যমূল্যের চাল ডাল বিতরণ এর কার্ডও করে দেন এই মানবিক সংগঠনটি।
সংগঠনের সম্মানিত সভাপতি মোঃ বদিউল আলম একজন বিচক্ষণ লোক, তিনি সবসময়ই শারিরীক প্রতিবন্ধী ও যারা অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের যেন কিছুটা হলেও সেবা দেওয়া যায় সেই চিন্তা থেকেই সংগঠনটি করা হয়। তবে আমরা দেখেছি দীর্ঘ ৬/৭ মাসে মাশাআল্লাহ অনেক লোককে এই পর্যন্ত খাবার থেকে শুরু করে আরও অনেক সেবা দান করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। লিখা পড়ায় যারা অমনোযোগী তাদেরও শিক্ষা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের সভাপতি বলেন আমরা সবসময়ই গরীব দুঃখীদের পাসে আছি, আপনারা আপনাদের ভালো মন্দ আমাদেরকে সবসময় অবহিত করবেন। আমরা আপ্রান চেষ্টা করে যাব সুখেদুখে পাশে থাকার।
ফ্রি ক্যাম্পিং চক্ষু সেবা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠন এর সম্মানিত সভাপতি মোঃ বদিউল আলম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক এহসান হাবিব পটু, অর্থ সম্পাদক মোঃ ইমরান মাষ্টার, আরও উপস্থিত ছিলেন মেডিভিশন আই কেয়ারের ম্যনেজিং ডাইরেক্টর মোঃ আলমগীর হোসেন ও মুক্তিযুদ্ধা স্কুলের ইংরেজি শিক্ষক মাসুদ পারভেজ।