Tuesday , 25 July 2023 | [bangla_date]
  1. অগ্নিকান্ড
  2. অপহরণ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইনজীবী
  6. আন্তঃজেলা পাঁচ ডাকাত গ্রেফতার
  7. আন্তর্জাতিক
  8. আর্কাইভ
  9. উপজেলা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. গলাচিপা
  14. গ্যাস সংযোগ
  15. চট্টগ্রাম

ফের মুখোমুখি হচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ-বিএনপি!

প্রতিবেদক
admin
July 25, 2023 6:03 pm

অনলাইন ডেস্ক:

আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকার নয়াপল্টনে বিএনপির সরকার পদত্যাগসহ এক দফা দাবিতে ডাকা মহাসমাবেশ ও বাইতুল মোকাররমের সামনে আওয়ামীলীগের শান্তির সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জে ফের মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও বিরোধী দল বিএনপি। রাজনৈতিক মাঠে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে নারায়ণগঞ্জে উত্তেজনাকর এক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এদিকে আগামী ২৭ জুলাই ঢাকার নয়াপল্টনে সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের গুলো। যে কোন উপায়ে সকল বাঁধা বিপত্তি মোকাবেলা করেই সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার মহাসমাবেশে যোগ দিবেন নারায়ণগঞ্জ বিএনপি । অন্যদিকে ওইদিনই আগামী ২৭ জুলাই দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেবেন। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানাজানায়, ঢাকায় বিএনপির সমাবেশের দিন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথে থাকার প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলো। আগামী ২৭ জুলাই বিএনপির কর্মসূচি ঘিরে রাজপথে বিশৃঙ্খলা, সহিংসতার অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলও রাজপথ ফাঁকা ছেড়ে দিতে নারাজ। আর বিএনপি মহাসমাবেশ ঘিরে রাজপথে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা ঠেকাতে, বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজপথে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এমনটি জানিয়েছেন দলের কয়েকজন শীর্ষ নেতা। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আগামী ২৭ জুলাই ঢাকার মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র অঙ্গসংগঠন গুলো বড় ধরনের প্রস্তুতি নিচ্ছেন। দলটির পক্ষ থেকে মহাসমাবেশের আগে গ্রেপ্তার এড়াতে নেতাকর্মীদের কৌশল অবলম্বন করতেও বলা হয়েছে। আর আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধা ও হামলা গ্রেফতার উপেক্ষা করে ঢাকার মহাসমাবেশে নারায়ণগঞ্জ বিএনপি’র অঙ্গসংগঠন গুলোর নেতা- কর্মীদের হাজির হওয়ার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে । এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের একটাই দাবি সেটি হলো বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও এই অবৈধ সরকারের পদত্যাগ। আর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ শত চেষ্টা করলেও এক দফার আন্দোলন থেকে দেশে জনগণকে ফিরিয়ে আনতে পারবে না। কারণ নারায়ণগঞ্জের জনগণ জেগে উঠেছে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ঢাকার মহাসমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী ও প্রশাসন দিয়ে যতই বাঁধার সৃষ্টি করুক কখনোই সফল হবে না। এর কোন বাঁধাই জনগণ মানবে না। সকল বাঁধাকে অপেক্ষা করে আমরা রাজপথে আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে মহাসমাবেশকে হাজির হবো। মহানগর বিএনপি রাজপথে আছে এবং রাজপথেই থাকবে। এক দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়েই রাজপথ ছাড়বো ইনশাল্লাহ। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, দলের কেন্দ্রীয় কমিটি থেকে এখনো কোনো কর্মসূচি গ্রহণের নির্দেশনা আসেনি। তবে দলের হাইকমান্ডের কাছ থেকে বিশেষ নির্দেশনা আসবে। আমরা নির্দেশনার অপেক্ষায় আছি। আর জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে সতর্ক থাকার জন্য বলেছি, দলের নির্দেশ এলেই আমরা যেন মাঠে নামতে পারি। আর আগামী ২৭ জুলাই নারায়ণগঞ্জের রাজপথে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

নাসিক ১৬নং ওয়ার্ডের ঋষি পরিবারের স্নান করার মনোবাসনা পূর্ণ করলেন কাউন্সিলর রিয়াদ হাসান

সব বিতর্ক থামিয়ে এক মঞ্চে দেব-সৃজিত, চমকে গেলেন ভক্তরাও

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন

বাসচাপায় নিহত নাদিয়ার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৭ আগস্ট

সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে স্বতঃস্ফূর্ত ভাবে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ক্ষমতা তো দুরের কথা, ক্ষমতার ১৪০ কিলোমিটারের মধ্যেও আসতে পারবেন না: শামীম ওসমান

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা শূন্য

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা শূন্য

খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপির দোয়া

খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপির দোয়া

নারায়ণগঞ্জ বিএনপি কর্মী দ্বারা সাংবাদিক লাঞ্চিত হওয়ায়( এন টি জে’র) তীব্র নিন্দা প্রকাশ

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নীল নকশা বাস্তবায়নের দিন শেষ:পারভীন

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নীল নকশা বাস্তবায়নের দিন শেষ:পারভীন