নিজস্ব প্রতিনিধি :
আগামী ২৮ জানুয়ারী শনিবার বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর নির্বাচন। উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী সদ্য সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সদস্য জানান বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনী ক্ষমতায় থাকা কালে অনেক ধরনের অনিয়ম করেছেন ।
তিনি ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন । তারা বলেন একবার ক্ষমতার স্বাদ পেয়ে আবারও ক্ষমতায় আসতে চান তিনি । তারা শঙ্কা প্রকাশ করেন ওসমান গনী নির্বাচনে টাকার প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন। কারণ বিগত মেয়াদে অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন তিনি। প্রচুর অর্থ সম্পদের মালিক তিনি, নির্বাচনে দুই হাতে টাকা ছিটিয়ে ভোট কিনতে পারেন।
তিনি কাউকেই ভয় পান না কারন তার আছে অনেক টাকা। খোঁজ নিয়ে জানা যায় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করলেও তিনি আবার সাধারণ সভা উপকমিটির সদস্য সচিব, যা নিয়ম বর্হিভূত। একমাস পূর্বে সাধারণ সভার চিঠি দেওয়ার নিয়ম থাকলেও এখনো কোন সদস্যকে চিঠি দেননি। গঠনতন্ত্রে আয় ব্যয়ের হিসাব অডিট করার কথা বলা থাকলেও এখন পর্যন্ত কোন অডিট করানো হয়নি।