আলোরধারা ডেস্ক:
ফতুল্লায় এক যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। বুধবার (১০ আগস্ট) দুপুরে ফতুল্লা মাসদাইর শহীদ সাব্বির আলম খন্দকার সড়কের নুর ভিলা নামক একটি নির্মাণাধীন ভবনের নীচতলা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত যুবকের নাম মো. রাসেল (২৬)। সে মাসদাইর শহীদ সাব্বির আলম খন্দকার সড়কের কান্দুন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মো. নাসিরের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জেরিন সুলাতানার নেতৃত্বে একটি দল, বুধবার দুপুর বিকাল ৩টায় মাসদাইর শহীদ সাব্বির আলম খন্দকার সড়কের নুর ভিলা নামক একটি নির্মাণাধীন ভবনের নীচতলা থেকে, অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় মো. রাসেলকে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ সার্কেল) পরিদর্শক মো. ফজলুল হক জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।