আলোরধারা ডেস্ক:
ফতুল্লার ৪ নিটিং ডাইংয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের দাবি, প্রতিষ্ঠান গুলোর তরল বর্জ্য ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন এলাকায় ছেড়ে দূষণ ছড়াচ্ছে।
দাপা, ইদ্রাকপুর, ফতুল্লা এলাকার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে সোমবার (১৫ অক্টোবর) এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্বদেন নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিপ্তী ডাইং এন্ড ফিনিশিং মিলস লি: কে ৫ হাজার, পপুলার ডাইংকে ১০ হাজার, এএসবি নিটিং এন্ড ফিনিশিংকে ১০ হাজার, মুন নীট কম্পোজিটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী সকল কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।