অনলাইন ডেস্ক:
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় সাংবাদিকদের সামনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন৷ আপনি নিজের মতো করে আইনশৃঙ্খলা বাহিনীকে সাজিয়ে নিয়েছেন৷ আপনার আইনশৃঙ্খলা বাহিনী আর পেটোয়া বাহিনী দিয়ে তরুণদের হত্যা করছেন, চোখের অলো কেড়ে নিচ্ছেন, হাতের কব্জি কেটে ফেলছেন, পা কেটে ফেলছেন৷’‘এটা আর চলবে না, জনগণ আর চলতে দেবে না৷ যুবক-তরুণরা জাগ্রত হয়েছে প্রতিহত করার জন্য৷, বলেন তিনি৷
গত ২৯ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় বিএনপির সাথে সংঘর্ষে পুলিশের ছোড়া গুলিতে আহত হয়ে দৃষ্টি হারান ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ৷ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পাগলার নয়ামাটি এলাকায় টিটুর বাড়িতে আসেন রুহুল কবির রিজভী৷ তিনি টিটুর পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং তাকে দলের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন৷
পরে সাংবাদিকদের সামনে কথা বলেন বিএনপির এ যুগ্ম মহাসচিব৷ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ক’দিন আগে বলেছেন, তাকে নাকি সরানোর চেষ্টা করা হচ্ছে৷ আপনাকে তো সরাবে জনগণ৷ কাকে ক্ষমতায় রাখবে তা জনগণই বেছে নেবে৷ জনগণ চাচ্ছে যে আপনি (প্রধানমন্ত্রী) পদত্যাগ করুন৷ আর নির্বাচনকালীন একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকার দিন যাতে জনগণ সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে৷ জনগণই তো দেশের মালিক৷ কাকে রাখবে আর কাকে সরাবে সেটা তো জনগণের অধিকার৷ এটাকেই তো গণতন্ত্র বলে৷’প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের অর্থ জানেন না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা৷
আরো পড়ুন…নারায়ণগঞ্জে বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের ভিড়, সড়কে তীব্র যানজট।
তিনি বলেন, ‘আপনি যেভাবে ক্ষমতায় থাকতে চান সেটার শিকার হচ্ছে বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটু৷ অর্থ্যাৎ দেশে বিরোধীদলের জন্য কথা বলার কোন জায়গা থাকবে না৷ সরকার একের পর এক অন্যায়, লুটপাট, টাকা পাচার করবে, এটার বিরুদ্ধে কথা বলার, মিছিল করার, স্লোগান দেওয়ার কোন লোক থাকবে না৷ আর যদি থাকে তাহলে তাদের পরিস্থিতি হবে শহীদুল ইসলাম টিটুর মতো৷
শেখ হাসিনার জোর করে ক্ষমতায় থাকার পরিণতি হচ্ছে টিটুর চোখের দৃষ্টি চলে যাওয়া৷’ ‘বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে না৷ আমরা সেই নির্বাচন প্রতিহত করতে চাই, যেখানে জনগণ অংশগ্রহণ করে না, ভোটাররা ভোট দিতে পারে না৷ শেখ হাসিনার একতরফা নির্বাচনে আর অংশগ্রহণ করবো না এবং তাকে করতেও দেবো না৷
’তিনি আরও বলেন, ‘জনগণকে ত্যাজ্য করে নির্বিঘ্নে ফ্যাসিস্ট ক্ষমতায় থাকবেন তা হতে পারে না৷ কোন ত্যাগ বৃথা যায় না৷ এই ত্যাগের বিনিময়ে শেখ হাসিনা সরকারের পতন হবে৷ বাকস্বাধীনতা ও গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে৷ রক্তচক্ষু নিয়ে যেভাবে শেখ হাসিনা শাসন করছে তার পতন হবে৷’ গণতন্ত্র ফেরাতে বিএনপির আন্দোলন-সংগ্রাম চলবে বলেও জানান তিনি৷