বিশেষ প্রতিনিধি:
প্রতিমন্ত্রী পদ মর্যাদা পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হ্যাট্রিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
তার এ পদমর্যাদার বিষয়টি অনুমোদন করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মোর্শেদের স্বাক্ষররিত চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।
এ বিষয়ে মেয়রদের নামের পাশে পদমর্যাদা দিয়ে গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
চলতি বছরের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এর আগে তিনি উপমন্ত্রী পদমর্যাদা পেতেন।