আলোরধারা প্রতিনিধি :
বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে র্যালি ও কেক কেটে উদযাপন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে বর্নাঢ্য র্যালি বের করেন নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে মিছিলটি ২নং রেলগেইটের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাঁধা প্রদান করে। তবে নেতাকর্মীরা পুলিশের বাঁধা উপেক্ষা করেই সামনে এগিয়ে যান ।
সংক্ষিপ্ত পথসভায় মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। এই আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে তা বেগম খালেদা জিয়াকে মুক্ত না করলে সেই অধিকার ফিরে আসবে না। আমরা আগামী দিনে নারায়ণগঞ্জের সকল জাতীয়তাবাদী নেতাকর্মীকে সাথে নিয়ে রাজপথে নিজেদের দাবী আদায় করে নিয়ে আসবো। খালেদা জিয়ার মুক্ত ছাড়া দেশে গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়।
এর আগে, নারায়ণগঞ্জ ক্লাবের সামনে ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। এসময় তার সাথে জেলা মৎস্যজীবী দল, তাঁতি দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হন।
মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আনোয়ার প্রধান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সরকার হুমায়ূন কবীর, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার প্রমুখ।