অনলাইন ডেস্ক:
মেয়েকে দেখতে নোয়াখালীর কবিরহাট থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন বাবা। কিন্তু মেয়ের বাড়িতে পৌঁছানো হয়নি। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট বাজারের সততা বেকারির সামনে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন সিরাজ উদ্দৌলা (৬৫)। এ দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।সিরাজ উদ্দৌলা কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন বলেন, তাঁর বাবা ৩২ বছর ওমানে ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরেছেন। আজ তাঁর ছোট বোনকে দেখতে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে যাচ্ছিলেন। যাত্রাপথে ভূঁইয়ারহাট বাজারের সততা বেকারির সামনে সড়কের বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার শিকার বাস ও অটোরিকশাটি আটক করেন। খবর পেয়ে পুলিশ বাস ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে। তবে বাসের চালক ও সহকারী পলাতক। নিহত ব্যক্তির লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।