আলোরধারা ডেস্ক:
পরিকল্পিত লোডশেডিংয়ের মধ্যেই শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। এ কারণে একেক শিল্প এলাকায় একেক দিন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন শিল্প এলাকার ছুটির তালিকা প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। কাল শুক্রবার থেকেই নতুন এ তালিকা অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
১১ আগস্ট এক প্রজ্ঞাপন জারি করে এটি জানানো হয়েছে। আজ থেকেই বিভিন্ন শিল্প এলাকার ছুটির নির্দেশ কার্যকর হবে। এর আগে ৭ আগস্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে ভিন্ন ভিন্ন দিনে ছুটির বিষয়ে প্রস্তাব করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীরাও সরকারি এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন ওই বৈঠকে।
জ্বালানি সাশ্রয়ে গত ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক পরিকল্পিত লোডশেডিং চলছে। শিল্প এলাকার সাপ্তাহিক ছুটির তালিকা নিন্মে দেয়া হলো-শুক্রবার বন্ধ থাকবে রূপগঞ্জ উপজেলার তারাব ও ভুলতা গাওছিয়া শিল্প এলাকায়, শনিবার বন্ধ থাকবে মেঘনাঘাট ও মুড়াপাড়া শিল্প এলাকায়, রবিবার বন্ধ থাকবে কাচঁপুর বিসিক এলাকা ও আড়াইহাজারের আধুরিয়া এলাকায়, সোমবার বন্ধ থাকবে বন্দর উপজেলার নবীগঞ্জ ও পূর্বঞ্চলের কাঞ্চন এলাকায়, মঙ্গলবার বন্ধ থাকবে মদনপুর, লাঙ্গলবন্ধ ও আড়াইহাজারের পাঁচরুখী, মোল্যারচর এলাকায়, বুধবার বন্ধ থাকবে বরপা ও দুপ্তারা শীল্প এলাকায়, বৃহস্পতিবার বন্ধ থাকবে সোনারগাঁও, নয়াপুর, না.গঞ্জ, আখালিয়া ও গোপালদি এলাকায়।