সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৬ নং ওয়ার্ড আদমজী এসও রোড এলাকার উদয়স্মৃতি ইদগাহ মাঠ সংলগ্ন বটতলা রেললাইন এ নাসিকের ময়লা আবর্জনা ফেলার স্থানকে ভরাট করে উক্ত বালুর মাঠে ট্যাংলড়ি টার্মিনাল নির্মানের উদ্দ্যোগ নেয়া হয়েছে।
তবে এই টার্মিনালের পাশে নাসিক ৬ নং ওয়র্ড আওয়ামীলীগের কার্যলয় রয়েছে নাসিক আওয়মীলীগের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসি জোর দাবি জানান ট্যাংলড়ি টার্মিনাল নির্মানের পাশাপাশি আওয়ামীলীগের কার্যলয়টি একসাথে সংস্কার করার জন্য । এতে করে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা আরো প্রসারিত হবে। এবং নাসিক ৬ নং ওয়ার্ডে একটি সুন্দর পরিবেশের সৃষ্টি হবে।
মজবুত করতে চাই আমরা এই নাসিক ট্যাংলড়ি টার্মিনাল এর সাথেই যেহেতু আমাদের আওয়ামীলীগের কার্যালয় তাই স্থানীয় এলাকাবসি ও আমরা আওয়ামীলীগের নেতৃবৃন্দদেও দাবি ট্যাংলড়ি টার্মিনাল এর সাথে যৌথ ভাবে আমাদের আওয়মীলীগ কার্যলয়টি ও যেনো সংস্কার করা হয় এবং আমাদের জনপ্রিয় নেতা আলহাজ্ব শামিম ওসামন আমাদের এমপি আমি তার দৃষ্টি আর্কষন করছি তিনি যেনো আমাদেরর্ আওয়ামীলীগ কার্যলয় সংস্কার করার ব্যাপারে নজর দেন ।
তবে মনে হয় আমাদের কে সাইড দিতে হবে তাদেরকে আমরা যদি গাড়ি না রাখতে পারি আর অফিস করবে কিভাবে তারা যে ময়লার মধ্যে ধূলার মধ্যে অফিস এর অবস্থান কিভাবে তারা অফিস করবে।
সে ক্ষেত্রে আমাদের কিছু করার নাই তাদের সাথে আমাদের এমন কোনো কথা হয়নি যে আমরা তাদের অফিস করে দিবো তবে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নিবো