অনলাইন ডেস্কঃ
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি রবিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত তথ্য অনুযায়ী :
নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার বাড়ছেই। এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণ প্রতিনিয়ত ভয়ংকর রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২৯ জন। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৭ জন। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১১জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১১জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
আরো পড়ুন…সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু
বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২৩জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১২জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে।