অনলাইন ডেস্ক:
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে ২০ বছর বয়সি এক যুবতী নিহত হয়েছে। যদিও পুলিশের ধারণা বিষয়টি আত্মহত্যার।
নিহতের নাম বন্যা রানী দাস। সে ফতুল্লা এলাকারই বাসীন্দা বলে জানা গেছে।
সোমবার (২৮ আগস্ট) সকাল সারে ১০টার দিকে ঢাকাগামী ট্রেনে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এঘটনা ঘটে।
আরো পড়ুন…শীতলক্ষ্যা নদী থেকে ২ শিশুর লাশ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের আইসি নূর মোহাম্মদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বিষয়টি কি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, জানতে চাইলে রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, আপাতত এটিকে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। বিস্তারিত পরে বলা যাবে।