অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক কারবারে জড়িত পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজতে ২৫০ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা ও ৪’শ পুরিয়া হিরোইন উদ্ধার করেছে পুলিশ। জব্দকৃত মাদকের আনমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
মঙ্গলবার দিবাগত রাত সারে ১২টার দিকে ফতুল্লার পশ্চিম জেলে পাড়ায় অভিজান চালিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ৫ জনকে গ্রেপ্তার করে। বুধবার বিকালে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানান।
আরো পড়ুন…এনআইডি সার্ভারের সেবা বন্ধ
আরো পড়ুন…‘কাস্টমস অফিসার’ পরিচয়ে হাতিয়ে নিতো কোটি টাকা, সিদ্ধিরগঞ্জে ৩ সহযোগীসহ গ্রেপ্তার
প্রথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আসামীরা ভারতের বর্ডার থেকে এসব মাদক কিনে এনে কভার্ডভ্যানে করে কৌশলে নিয়ে আসেন এবং তারা নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের জেলায় তা বিক্রি করেন। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ প্রক্রিয়াধীন রয়েছে।
এসময় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যগণ সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকতার্রা উপস্থিত ছিলেন।