আলোরধারা ডেস্ক:
মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আহ্বায়ক ও গোলাম ফারুক খোকন সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলার ৯ সদস্যের আংশিক কমিটি দিয়েছে বিএনপি।
বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহ্বায়ক খন্দকার মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আহমেদ।
এর আগে গত ১০ নভেম্বর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির অনুমতিদেন।