নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আজকে আমার প্রশ্ন, আমরা কি করছি? বড় বড় শোকসভা, বড় খাবারের আয়োজন, বড় বড় জনসভা, বড় বড় বক্তব্য, যদি আমাদের নেত্রীর উপর আঘাত আসে এগুলো থাকবে তো? বঙ্গবন্ধুর হত্যার পর আমার বড় ভাই, বাবা বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য বেরিয়ে পড়েছিলেন।
গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাংসদ শামীম ওসমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের পর সবচেয়ে বড় ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা এখন কেবল আওয়ামী লীগের সম্পদ নাহ, শেখ হাসিনা বাংলাদেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ ওনার কিছু হলে দেশ আর বসবাসের উপযোগী থাকবে না।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ নিয়ে বলতে চাই, এখানে রাজনীতির চেয়ে অপরাজনীতি বেশি হচ্ছে। ঐক্যের চেয়ে বিশৃঙ্খলতা বেশি হচ্ছে। কিছু লোক কোন্দল লাগিয়ে রাখার চেষ্টা করে। বড় বড় পদ আদায় করে নিয়েছে। আপত্তি নাই, চলেন সবাই মিলে দলটা করি। আজকে সবাই মিলে দল করলে হয়তো জাতির পিতার কন্যাকে বলতে পারতাম, পঁচাত্তরের মতো কিছু হবে না, কিছু তো একটা করতাম।